দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে সাধারণত কোন অব্যয়গুলো ব্যবহৃত হয়?

A যে, যিনি

B যার, তার

C এবং, ও

D ন্যায়, রূপ

Solution

Correct Answer: Option C

- যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- এ সমাসে উভয় পদই বিশেষ্য এবং উভয় পদের অর্থের প্রাধান্য বজায় থাকে।
- এতে শুধু এবং, ও আর সংযোজক অব্যয় পদ ব্যবহার করা হয়।
যেমন:
- সোনা ও রুপা = সোনা-রুপা,
- মাতা ও পিতা = মাতাপিতা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions