Solution
Correct Answer: Option B
- ‘উপাচার্য’ শব্দটি গঠিত হয়েছে ‘উপ’ উপসর্গ যোগে (উপ + আচার্য = উপাচার্য)।
- বাংলা ব্যাকরণে ‘উপ’ হলো একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ।
- মোট ২০টি সংস্কৃত বা তৎসম উপসর্গ রয়েছে, যথা— প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, সু, উৎ, অধি, পরি, প্রতি, উপ, অভি, অতি, আ, অপি।
- ‘উপাচার্য’ শব্দটিতে ‘উপ’ উপসর্গটি ‘ক্ষুদ্র’ বা ‘সহকারী’ অর্থে ব্যবহৃত হয়েছে, যা মূল শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করেছে।
- যেহেতু ‘উপ’ উপসর্গটি সংস্কৃত ভাষা থেকে গৃহীত, তাই ‘উপাচার্য’ শব্দটি সংস্কৃত বা তৎসম উপসর্গের উদাহরণ।