Solution
Correct Answer: Option A
- ইংরেজি প্রবাদ ‘‘Birds of a feather flock together’’ থেকে ‘Birds of the same feather’ কথাটি নেয়া হয়েছে।
- এই প্রবাদটির আক্ষরিক অর্থ হলো, একই ধরনের পালকযুক্ত পাখিরা একসাথে বা ঝাঁকে ঝাঁকে ওড়ে।
- আর বাক্যরীতির ভাবার্থ হিসেবে এটি এমন ব্যক্তিদের বোঝায় যাদের চরিত্র, স্বভাব বা চিন্তাভাবনা একই রকমের।
- তাই ‘Birds of the same feather’ বলতে সমস্বভাবের লোক বা একই প্রকৃতির মানুষ (persons of the similar nature)-কে নির্দেশ করে।