Solution
Correct Answer: Option A
- OR গেইট বুলিয়ান অ্যালজেবরার 'Logic যোগ' (Logical Addition)-এর কাজ সম্পন্ন করে।
- বুলিয়ান অ্যালজেবরায় এই যৌক্তিক যোগের অপারেশনটি '+' চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে।
- OR গেইট-এর ক্ষেত্রে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে যেকোনো একটি ইনপুট সত্য (1) হলেই আউটপুট সত্য (1) হয়, যা যৌক্তিক যোগের নীতির ওপর প্রতিষ্ঠিত।
- যেমন, যদি A = 0 এবং B = 1 হয়, তবে A+B = 1 হবে; যা OR গেইট-এর কাজের ধরন।
- অপরদিকে, AND গেইট লজিক গুণ এবং NOT গেইট লজিক পূরকের কাজ করে।