সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

A 64√3

B 23√3

C 32√5

D 64

Solution

Correct Answer: Option A

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √34 a2 বর্গ একক

এখানে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = ১৬ সে.মি.
প্রশ্নমতে,
ত্রিভুজটির ক্ষেত্রফল
= √34 × (১৬)2 বর্গ সে.মি.
= √34 × ২৫৬ বর্গ সে.মি.
= √3 × ৬৪ বর্গ সে.মি. [২৫৬ কে ৪ দ্বারা ভাগ করে পাই]
= ৬৪√3 বর্গ সে.মি.

শর্টকাট টেকনিক:
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার শর্টকাট সূত্র:
ক্ষেত্রফল = (বাহু ÷ ২) × √3
= (১৬ ÷ ২) × √3
= (৮) × √3
= ৬৪√3

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions