Instead of ‘extinguish’ we can say-

A put by

B put out

C put up

D put on

Solution

Correct Answer: Option B

- প্রশ্নের প্রদত্ত Extinguish শব্দটির অর্থ নেভানো, নিবিয়ে দেওয়া বা প্রশমিত করা।
- অন্যদিকে অপশনে প্রদত্ত Put out একটি Phrasal verb যার অর্থ আগুন বা বাতি নেভানো
- যেমন: Please put out the light (দয়া করে বাতিটি নেভাও)।
- প্রদত্ত অন্য অপশনগুলোর মধ্যে ‘Put by’ অর্থ সঞ্চয় করা বা পাশে সরিয়ে রাখা।
- ‘Put up’ অর্থ উত্থাপন করা, টাঙানো বা সাময়িকভাবে থাকার জায়গা দেওয়া।
- এবং ‘Put on’ অর্থ পরিধান করা বা কোনো কিছু চালু করা
- অর্থের সামঞ্জস্য বিচার করলে Extinguish এর পরিবর্তে আমরা Put out ব্যবহার করতে পারি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions