Solution
Correct Answer: Option B
- প্রশ্নের প্রদত্ত Extinguish শব্দটির অর্থ নেভানো, নিবিয়ে দেওয়া বা প্রশমিত করা।
- অন্যদিকে অপশনে প্রদত্ত Put out একটি Phrasal verb যার অর্থ আগুন বা বাতি নেভানো।
- যেমন: Please put out the light (দয়া করে বাতিটি নেভাও)।
- প্রদত্ত অন্য অপশনগুলোর মধ্যে ‘Put by’ অর্থ সঞ্চয় করা বা পাশে সরিয়ে রাখা।
- ‘Put up’ অর্থ উত্থাপন করা, টাঙানো বা সাময়িকভাবে থাকার জায়গা দেওয়া।
- এবং ‘Put on’ অর্থ পরিধান করা বা কোনো কিছু চালু করা।
- অর্থের সামঞ্জস্য বিচার করলে Extinguish এর পরিবর্তে আমরা Put out ব্যবহার করতে পারি।