Learn the poem ... heart.
Solution
Correct Answer: Option C
- 'Learn by heart' একটি বহুল ব্যবহৃত ইংরেজি Idiom বা বাগধারা।
- এর অর্থ হলো কোনো কিছু স্মৃতিতে গেঁথে নেওয়া বা হুবহু মুখস্থ করা।
- কোনো কিছু যখন শব্দে শব্দে মনে রাখার চেষ্টা করা হয়, তখন তার আগে Preposition হিসেবে 'by' বসে।
- তাই সঠিক বাক্যটি হলো: "Learn the poem by heart."
- অন্য অপশনগুলো (with, in, within) এই নির্দিষ্ট বাগধারার বা Idiom-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়।