ইন্টারনেটে ওয়েবপেজ ব্রাউজ করতে কোন প্রটোকল ব্যবহার করা হয়?
Solution
Correct Answer: Option D
- HTTP (Hyper Text Transfer Protocol) হলো ইন্টারনেটে ওয়েবপেজ ব্রাউজ বা তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত প্রধান প্রোটোকল।
- এটি ক্লায়েন্ট (যেমন- ওয়েব ব্রাউজার) এবং সার্ভারের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।
- যখন আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে কোনো ওয়েব ঠিকানা লিখি, তখন HTTP বা HTTPS প্রোটোকল ব্যবহার করেই সার্ভার থেকে পেজটি আমাদের সামনে প্রদর্শিত হয়।
- FTP (File Transfer Protocol) মূলত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল ট্রান্সফার করার জন্য ব্যবহৃত হয়।
- SMTP (Simple Mail Transfer Protocol) ব্যবহৃত হয় ইমেইল পাঠানোর জন্য।
- TCP/IP হলো ইন্টারনেটের মূল ভিত্তি যা ডেটা প্যাকেটগুলো সঠিক গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করে, কিন্তু নির্দিষ্টভাবে ওয়েবপেজ দেখার জন্য HTTP অপরিহার্য।