Solution
Correct Answer: Option D
'যা আঘাত পায়নি।' এর বাক্য সংকোচন - অনাহত।
আরও কিছু এক কথায় প্রকাশ-
• 'যা সহজে অতিক্রম করা যায় না'এক কথায় বলে - দুরতিক্রম্য।
• 'যার কোন অবলম্বন নাই' এক কথায় বলে - নিরবলম্বন।
• 'যার অন্য উপায় নাই' এক কথায় বলে - অনন্যোপায়।
• 'যা বহু কষ্টে লাভ করা যায়' এক কথায় বলে - দুর্লভ।
• 'যার কোন উপায় নেই' এক কথায় বলে - নিরুপায়।
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এক কথায় বলে - প্রত্যুৎপন্নমতি।