If I were rich, I ... all around the world.
Solution
Correct Answer: Option A
- প্রদত্ত বাক্যটি একটি Conditional Sentence বা শর্তমূলক বাক্য।
- বাক্যটিতে 'If I were rich' অংশটি পাস্ট টেন্সে (Past Indefinite Tense) আছে, যা Second Conditional-এর গঠন অনুসরণ করছে।
- Second Conditional-এর নিয়ম অনুযায়ী, যদি 'If' যুক্ত অংশটি Past Indefinite Tense-এ থাকে, তবে পরবর্তী বা প্রধান অংশটিতে Sub + would/could/might + Verb-এর Present form বসে।
- এখানে 'If I were rich' (যদি আমি ধনী হতাম) একটি অবাস্তব বা কাল্পনিক শর্ত বোঝাচ্ছে, তাই এর ফলাফল হিসেবে 'would travel' (ভ্রমণ করতাম) ব্যবহার করাই ব্যাকরণগতভাবে সঠিক।
- অন্য অপশনগুলো যেমন 'will travel' বা 'can travel' সাধারণত First Conditional-এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, যা এই বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।