'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ কি?
A অলস
B অপদার্থ
C সামান্য অর্থ
D মিথ্যাশোক
Solution
Correct Answer: Option A
'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ নিতান্ত অলস। অন্যদিকে 'অকালকুষ্মাণ্ড' বাগধারার অর্থ অপদার্থ। 'ব্যাঙের আধুলি' বাগধারার অর্থ সামান্য সম্পদ। 'মাছের মায়ের পুত্রশোক' বাগধারার অর্থ লোক দেখানো শোক বা কপট বেদনাবোধ।