Solution
Correct Answer: Option B
পল্লী কবি জসীমউদ্দীন রচিত নাটক 'বেদের মেয়ে' । তাঁর রচিত আরও কয়েকটি নাটক— পদ্মাপাড়, মধুমালা, পল্লীবধূ, গ্রামের মেয়ে। 'ডালিম কুমার' তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ এবং 'বোবাকাহিনী' তার একমাত্র উপন্যাস। 'হাসুকান্দে' তার রচিত কাব্যগ্রন্থ।