Solution
Correct Answer: Option A
- কোনো নির্দিষ্ট উপকরণ ব্যবহার করে কিছু করলে তার আগে Preposition হিসেবে ‘With’ বসে।
- প্রদত্ত প্রশ্নে 'Pen' বা কলম যেহেতু লেখার একটি উপকরণ, তাই এর পরে 'With' বসবে।
- এখানে 'To write with' একটি Infinitive Phrase হিসেবে কাজ করছে, যার অর্থ যা দিয়ে লেখা যায়।
- বাক্যটির পূর্ণ অর্থ দাঁড়ায়, "আমাকে লেখার জন্য একটি কলম দাও" বা "আমাকে একটি কলম দাও যা দিয়ে আমি লিখব।"
- একইভাবে যদি কোনো কিছুর উপর লেখার কথা বলা হতো (যেমন কাগজ), তখন 'Write on' ব্যবহৃত হতো।