মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?
A এপিলেপসি
B পারকিনসন
C প্যারালাইসিস
D থ্রমবসিন
Solution
Correct Answer: Option B
স্নায়ুকোষে ডোপামিন নামক এক প্রকার হরমোন নিঃসৃত হয় যার ফলে পেশীকোষ গুলো চলাচলে সাহায্য করে। পারকিনসন রোগ হলে ডোপামিন নিশ্চিত হওয়া বন্ধ হয়ে যায়, ফলে পেশীকোষ গুলো চলাচলে অক্ষম হয়ে পড়ে।