বাংলাদেশের রাত আটটার অধিক সময় কত?
A ৩টা
B ৮টা
C ২০টা
D ২২টা
Solution
Correct Answer: Option C
বাংলাদেশের স্থানীয় সময় সাধারণত দু'ভাগে বিভক্ত। যার ১২ ঘন্টা দিন এবং ১২ ঘন্টা রাত। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে ২৪ ঘন্টা সময়কে গণনা করা হয়। তাই বাংলাদেশের সময় রাত ৮ টার সাথে ১২ ঘন্টা যোগ হয়ে আন্তর্জাতিক সময় রাত ২০ টা বাজবে।