Solution
Correct Answer: Option A
গণিতে, বিশেষ করে স্থানীয় মান পদ্ধতিতে (place value system), শূন্যের নিজস্ব কোনো মান নেই, কিন্তু এটি অন্য অঙ্কগুলোকে সঠিক স্থানে রাখতে সাহায্য করে। উদাহরণস্বরূপ:
- ১০০-তে দুটি শূন্য ১-কে শতক স্থানে রাখতে সাহায্য করে।
- শূন্যকে "সাহায্যকারী অঙ্ক" বলা হয় কারণ এটি অন্য সংখ্যার মান বাড়াতে বা স্থান নির্ধারণে সহায়তা করে।