Solution
Correct Answer: Option B
১-এর নিজস্ব কোনো মান নেই। ১ অন্য সংখ্যার আগে বা পরে বসে তার মানের পরিবর্তন করে। এজন্য ১-কে সাহায্যকারী সংখ্যা বলা হয়।
শর্টকাট:
মনে রাখবে, ১ সংখ্যাটি অন্য সংখ্যার সাথে যুক্ত হয়ে নতুন সংখ্যা তৈরি করতে সাহায্য করে, তাই এটি 'সাহায্যকারী'। যেমন: ১-এর পাশে ০ বসালে ১০ হয়।