Solution
Correct Answer: Option C
- ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, যা মানুষের বাকপ্রত্যঙ্গ (ঠোঁট, জিহ্বা, তালু, দাঁত ইত্যাদি) থেকে উচ্চারিত আওয়াজ।
- ধ্বনি ভাষার মূল ভিত্তি, একে আর কোনো ক্ষুদ্রতর অংশে বা টুকরোতে ভাগ করা যায় না।
- ধ্বনির লিখিত বা সাংকেতিক রূপকে বর্ণ বলা হয়, অর্থাৎ আমরা যা মুখে বলি তা ধ্বনি আর যা লিখি তা বর্ণ।
- এক বা একাধিক ধ্বনি একত্রে উচ্চারিত হয়ে অক্ষর (Syllable) বা দল গঠিত হয়, যা এক নিঃশ্বাসে উচ্চারিত হতে পারে।
- কয়েকটি ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসে যদি কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে।
- যেহেতু ধ্বনি থেকেই বর্ণ, অক্ষর, শব্দ এবং অবশেষে বাক্য তৈরি হয়, তাই ধ্বনিই ভাষার সবচেয়ে ছোট একক।