Solution
Correct Answer: Option B
- ‘প্রতীচী’ শব্দের অর্থ পশ্চিম দিক।
- এর বিপরীত শব্দ হলো ‘প্রাচী’ যার অর্থ পূর্ব দিক।
- অন্যদিকে ‘উদীচী’ মানে উত্তর দিক এবং এর বিপরীত শব্দ ‘অবচী’ (দক্ষিণ দিক)।
- আবার ‘প্রাচ্য’ শব্দের অর্থ পূর্ব দেশীয়, যার বিপরীত শব্দ হলো ‘পাশ্চাত্য’ বা ‘প্রতীচ্য’ (পশ্চিম দেশীয়)।
- তাই ‘প্রতীচী’র সঠিক বিপরীত শব্দ হিসেবে ‘প্রাচী’ শব্দটিই গ্রহণযোগ্য।