-১ থেকে কত বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়?

A +১

B -১

C +২

D -২

Solution

Correct Answer: Option B

মনে করি, নির্ণেয় সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
-১ - ক = ০
বা, -ক = ০ + ১ [ পক্ষান্তর করে ]
বা, -ক = ১
বা, ক = -১ [ উভয়পক্ষকে -১ দ্বারা গুণ করে ]

∴ নির্ণেয় সংখ্যাটি -১

বিকল্প পদ্ধতি (শর্টকাট):
আমরা জানি, দুটি সমান সংখ্যা একটি থেকে অপরটি বিয়োগ করলে বিয়োগফল শূন্য হয়।
যেহেতু প্রথম সংখ্যাটি -১, তাই বিয়োগফল শূন্য হতে হলে দ্বিতীয় সংখ্যাটিও অবশ্যই -১ হতে হবে।
যেমন: (-১) - (-১) = -১ + ১ = ০।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions