নিচের কোনটি ‘আপনার একান্ত’ অভিব্যক্তিটির ইংরেজি?
Solution
Correct Answer: Option C
- "Yours sincerely", "Yours truly", এবং "Yours obediently" সবই চিঠির শেষে ব্যবহৃত সমাদরসূচক প্রকাশভঙ্গি।
- "Yours sincerely" বাংলায় "একান্ত(ভাবে) তোমার/আপনার" হিসেবে অনুবাদ করা যায়, যা বন্ধু বা পরিচিতজনের কাছে লেখা চিঠির শেষে ব্যবহৃত হয়।
- এই তথ্যের আলোকে, আমরা বলতে পারি যে "আপনার একান্ত" এর ইংরেজি অনুবাদ হিসেবে "Yours sincerely" ব্যবহার করা যায়।