এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি?

A ৩৩টি

B ৩৫টি

C ২৩টি

D ৪৪টি

Solution

Correct Answer: Option D

এশিয়া মহাদেশ
- আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হলো এশিয়া।
- পৃথিবীর মোট স্থলভাগের প্রায় এক-তৃতীয়াংশ এই মহাদেশের অন্তর্ভুক্ত।
- এশিয়ার আয়তন প্রায় ৪৪,৬১৪,০০০ বর্গ কিলোমিটার (১৭,২২৬,২০০ বর্গ মাইল)।
- ৯০° পূর্ব দ্রাঘিমারেখা এশিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। পশ্চিমে রয়েছে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ।
- এশিয়া ও ইউরোপের সীমানায় ইউরাল পর্বতমালা অবস্থিত, যা এই দুই মহাদেশকে আলাদা করে।
- জাপান, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া হলো এশিয়ার অন্তর্ভুক্ত দ্বীপপুঞ্জ এবং এদেরকে খণ্ডিত রাষ্ট্র বলা হয়।
- এশিয়ার মধ্যে আয়তনে বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- মহাদেশটির দীর্ঘতম নদী হলো ইয়াংসিকিয়াং।
- এশিয়া অবস্থিত জাপানকে "সূর্যোদয়ের দেশ" বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions