একটি চাকার পরিধি ২ মিটার হলে ১০ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
A ৫০০০
B ২০০০
C ৫০০
D ২০০
Solution
Correct Answer: Option A
গাড়ীর চাকার পরিধি = ২ মিটার
১০ কিলোমিটার = (১০০০ × ১০) মিটার
= ১০০০০মিটার
২ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/২ বার
১০০০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১০০০০/২ বার
= ৫০০০ বার