একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
A ২ গুণ
B ৩ গুণ
C ৪ গুণ
D ৫ গুণ
Solution
Correct Answer: Option C
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলকে ঐ সরলরেখার অংশকে বর্গ করে প্রাপ্ত ফলাফল দিয়ে ভাগ করলে ক্ষেত্রফলের গুণফল পাওয়া যায় ।
মনে করি, রেখাটি a
∴ {a3 / (a/2)2} = {a2 / (a2/4) }
{a2 × (4/a2)} = 4