I could not ... laughing.
Solution
Correct Answer: Option B
- বাংলা অনুবাদে এই বাক্যটির অর্থ হলো "আমি না হেসে পারলাম না"।
- এখানে ব্যবহৃত 'Could not help + verb(ing)' একটি নির্দিষ্ট গঠন বা Phrase, যা কোনো কিছু না করে থাকতে পারা বোঝাতে ব্যবহৃত হয়।
- ইংরেজি গ্রামার অনুযায়ী 'help' এর পরে যদি কোনো verb বসে, তবে সেই verb টির সাথে 'ing' যুক্ত হয় (যেমন: laughing)।
- অন্যদিকে, যদি বাক্যে 'but' ব্যবহার করা হতো, তবে গঠনটি হতো 'Could not but + base form of verb' (যেমন: I could not but laugh), তখন verb এর সাথে 'ing' বসতো না।
- তাই প্রদত্ত বাক্যে 'laughing' (verb+ing) থাকায় সঠিক শব্দটি হবে 'help'।