প্রথম সনেট রচয়িতা মুসলিম বাঙালী মহিলা কবি কে?
Solution
Correct Answer: Option B
- বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা সনেট রচয়িতা হলেন বেগম সুফিয়া কামাল।
- বাংলা ভাষায় সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত হলেও, মুসলিম নারীদের মধ্যে এই ধারায় প্রথম অবদান রাখেন সুফিয়া কামাল।
- ১৯২৭ সালে 'সওগাত' পত্রিকায় তাঁর প্রথম সনেট কবিতাটি প্রকাশিত হয়।
- তাঁর রচিত বিখ্যাত সনেটগুলোর মধ্যে 'স্মৃতি ও সংকল্প' বিশেষভাবে উল্লেখযোগ্য।
- বেগম সুফিয়া কামালের কাব্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ তাকে 'জননী সাহসিকা' উপাধিতে ভূষিত করা হয়।
- তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো— 'সাঁঝের মায়া', 'মায়া কাজল', 'উদাত্ত পৃথিবী' এবং 'মন ও জীবন'।