বাংলাদেশের সংবিধানে কত ধরনের মালিকানার কথা বলা আছে?

A ৪ ধরনের

B ৫ ধরনের

C ২ ধরনের

D ৩ ধরনের

Solution

Correct Answer: Option D

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩ নং অনুচ্ছেদে মালিকানার নীতি বা মালিকানা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
- এই অনুচ্ছেদ অনুযায়ী, উৎপাদনযন্ত্র, উৎপাদনব্যবস্থা ও বন্টনপ্রক্রিয়া সমূহের মালিক বা নিয়ন্ত্রক হবেন জনগণ।
- এই উদ্দেশ্যে মালিকানা ব্যবস্থা হবে ৩ (তিন) ধরনের
- তিন প্রকার মালিকানা হলো: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা এবং ব্যক্তিগত মালিকানা
- রাষ্ট্রীয় মালিকানা: রাষ্ট্রের পক্ষে বা কেবল রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত কোনো সংস্থার হাতে ন্যস্ত সম্পত্তি।
- সমবায় মালিকানা: আইনের দ্বারা নির্ধারিত বিধান অনুযায়ী সমবায়সমূহের ওপর ন্যস্ত সম্পত্তি।
- ব্যক্তিগত মালিকানা: আইনের দ্বারা নির্ধারিত সীমার মধ্যে কোনো ব্যক্তির মালিকানাধীন সম্পত্তি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions