Solution
Correct Answer: Option A
- যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে তাকে রূঢ়ি শব্দ বলে।
- ‘গবেষণা’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বা গঠনগত অর্থ হলো 'গো + এষণা', যার মানে 'গরু খোঁজা'।
- কিন্তু বর্তমানে শব্দটি এই 'গরু খোঁজা' অর্থে ব্যবহৃত হয় না।
- এর প্রচলিত অর্থ হলো কোনো বিষয়ে পরি ব্যাপক অধ্যায়ন ও পর্যালোচনা বা কোনো কিছু অনুসন্ধান করা।
- যেহেতু শব্দটির মূল বা ব্যুৎপত্তিগত অর্থের সাথে বর্তমান বা ব্যবহারিক অর্থের কোনো মিল নেই, তাই এটি একটি রূঢ়ি শব্দ।
- রূঢ়ি শব্দের আরও কিছু উদাহরণ হলো: হস্তী (হস্ত আছে যার কিন্তু অর্থ পশু বিশেষ), বাঁশি (বাঁশ দিয়ে তৈরি কিন্তু অর্থ বাদ্যযন্ত্র বিশেষ), তৈল (তিলজাত স্নেহ পদার্থ কিন্তু অর্থ উদ্ভিদজাত স্নেহ পদার্থ)।