‘দুর্নাম’ ও ‘দুর্নিবার’ শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহার হয়নি কেন?

A সমাসবদ্ধ পদ বলে

B দেশি শব্দ বলে

C তৎসম শব্দ বলে

D বিদেশি শব্দ বলে

Solution

Correct Answer: Option A

- ণত্ব বিধানের নিয়ম অনুযায়ী রি, র, ষ -এর পরে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়, কিন্তু সমাসবদ্ধ শব্দে এই নিয়ম খাটে না

- সমাসবদ্ধ শব্দে নত্ব বিধান বা ণত্ব বিধান খাটে না বলে সর্বদা দন্ত্য-ন ব্যবহৃত হয়।

- ‘দুর্নাম’ ও ‘দুর্নিবার’ শব্দ দুটি সমাসবদ্ধ পদ, তাই এখানে রেফ-এর (র-এর রূপ) পরে নিয়মানুযায়ী মূর্ধন্য-ণ না হয়ে দন্ত্য-ন হয়েছে।

- এই নিয়মটির আরও কিছু উদাহরণ হলো: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।

- এছাড়া ত-বর্গীয় বর্ণ (ত, থ, দ, ধ) -এর সঙ্গে যুক্তবর্ণ হিসেবে কখনোই মূর্ধন্য-ণ বসে না, সর্বদা দন্ত্য-ন হয় (যেমন: গ্রন্থ, ক্রন্দন)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions