২য় বিশ্বযুদ্ধে ‘অক্ষশক্তির’ দেশ নিচের কোনটি?
Solution
Correct Answer: Option C
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৩৯-১৯৪৫) প্রধান দুটি প্রতিপক্ষ ছিল মিত্রশক্তি ও অক্ষশক্তি।
- জার্মানি, ইতালি ও জাপানের নেতৃত্বে গঠিত সামরিক জোটই অক্ষশক্তি (Axis Powers) নামে পরিচিত।
- অক্ষশক্তির প্রধান তিনটি দেশ ছাড়াও রোমানিয়া, হাঙ্গেরি এবং বুলগেরিয়া পরবর্তী সময়ে এই জোটে যোগদান করে।
- অপশনের অন্য দেশগুলোর মধ্যে ফ্রান্স, রাশিয়া (সোভিয়েত ইউনিয়ন) ও বেলজিয়াম ছিল মিত্রশক্তির পক্ষে।
- ১৯৪১ সালে বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবে ত্রিপক্ষীয় চুক্তিতে (Tripartite Pact) স্বাক্ষর করে অক্ষশক্তির সদস্য হয়।