মাটির pH মান ৩ এর কম হলে, কোন খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়?
A ক্যালসিয়াম ও ম্যাঙ্গনেসিয়াম
B নাইট্রোজেন ও সালফার
C পটাসিয়াম ও ফসফরাস
D ফসফরাস ও ক্যালসিয়াম
Solution
Correct Answer: Option A
- মাটির pH-এর মান কমে গেলে অর্থাৎ মাটি অম্লীয় হয়ে গেলে তা প্রশমনের জন্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করতে হয়।
- সাধারণত ডলোমাইট বা চুনাপাথর (Lime) ব্যবহার করা হয়, যা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম উভয়েরই ভালো উৎস।
- মাটির pH-এর মান ৩.০-এর কম হলে মাটি অত্যন্ত অম্লীয় হয়ে পড়ে, যার ফলে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো ক্ষারীয় উপাদানের ঘাটতি দেখা দেয়।
- উদ্ভিদের সঠিক পুষ্টি শোষণ ও বৃদ্ধির জন্য মাটির আদর্শ pH-এর মান ৬.০ থেকে ৮.০-এর মধ্যে থাকা বাঞ্ছনীয়।
- মাটির অম্লতা বেড়ে গেলে উপকারী অণুজীবগুলো মারা যায়, তাই অম্লতা কমাতে চুন বা ক্ষারীয় সার প্রয়োগ করা জরুরি।
- অপরদিকে, মাটির pH-এর মান বেড়ে গেলে অর্থাৎ ক্ষারীয় হয়ে গেলে অ্যামোনিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ফসফেট সার ব্যবহার করে তা নিয়ন্ত্রণ করা হয়।