Solution
Correct Answer: Option D
- ইংরেজিতে Ponder শব্দটির অর্থ হলো গভীরভাবে চিন্তা করা বা বিবেচনা করা।
- ব্যাকরণ অনুযায়ী, যখন কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবা হয়, তখন Ponder এরপর প্রিপজিশন হিসেবে সাধারণত over বা on বসে।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে over নেই, তাই এখানে সঠিক উত্তর হবে on।
- বাক্যটির অর্থ দাঁড়ায়: একজন দার্শনিক জীবনের অর্থ সম্পর্কে গভীরভাবে চিন্তা করেন।
- মনে রাখার সুবিধার্থে: Ponder on/over something = কোনো বিষয় নিয়ে গভীরভাবে ভাবা।