‘জলোচ্ছ্বাস’ কার রচিত গ্রন্থ?

A নীলিমা ইব্রাহীম

B জাহানারা ইমাম

C সেলিনা হোসেন

D বেগম সুফিয়া কামাল

Solution

Correct Answer: Option C

- ‘জলোচ্ছ্বাস’ গ্রন্থটি বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার সেলিনা হোসেন-এর রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস।
- এই উপন্যাসটির পটভূমি হলো ১৯৭১ সালের ঠিক আগে, ১৯৭০ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বয়ে যাওয়া ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস।
- দক্ষিণ বাংলার মেঘনা, তেঁতুলিয়া, আগুনমুখা ও কাজল নদীর তীরবর্তী মানুষের জীবনসংগ্রাম এবং প্রতিকূল প্রকৃতির বিরুদ্ধে লড়াই এই উপন্যাসের মূল উপজীব্য।
- এটি মূলত গ্রামবাংলার শান্ত জীবনে প্রকৃতির আকস্মিক আঘাতে সৃষ্ট বিপর্যয় এবং সামাজিক অপশক্তির বিরুদ্ধে মানুষের টিকে থাকার সংগ্রামের দলিল।

সেলিনা হোসেন:
- বাংলা কথাসাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখিকা সেলিনা হোসেন।
- তিনি রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে।
- তার রচিত উপন্যাস ‘হাঙ্গর নদী গ্রেনেড’। মুক্তিযুদ্ধভিত্তিক এ উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
- পরবর্তীকালে এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম হাঙর নদী গ্রেনেড নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- হাঙ্গর নদী গ্রেনেড,
- নিরন্তর ঘন্টাধ্বনি,
- জলোচ্ছাস,
- পোকামাকড়ের ঘড়বসতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions