Solution
Correct Answer: Option D
- ২০২৬ সালে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে।
- এই বিশ্বকাপের অফিশিয়াল বলের নাম নির্ধারণ করা হয়েছে ট্রায়োভা (Triova)।
- "ট্রায়োভা" নামটি তিনটি আয়োজক দেশ এবং তাদের ঐক্য বা ট্রায়ো (Trio) ধারণা থেকে অনুপ্রাণিত।
- এটি ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার যেখানে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ব্যবহৃত বলের নাম ছিল "আল রিহলা" (Al Rihla)।
- ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে ব্যবহৃত বলের নাম ছিল টি-মডেল (T-Model)।