Identify the correct antonym for the word ‘PROFLIGATE’.
Solution
Correct Answer: Option B
- Profligate শব্দটির অর্থ হলো অপব্যয়ী, অমিতব্যয়ী বা যে প্রচুর অর্থ অপচয় করে।
- অন্যদিকে Frugal শব্দটির অর্থ হলো মিতব্যয়ী বা যে হিসেব করে খরচ করে।
- অর্থের দিক দিয়ে শব্দ দুটি একে অপরের বিপরীত, তাই সঠিক উত্তরটি হবে Frugal।
- এই প্রশ্নের বাকি অপশনগুলোর অর্থ: Copious (প্রচুর), Aggravate (অধিকতর খারাপ করা) এবং Criticize (সমালোচনা করা)।