Solution
Correct Answer: Option C
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে উপর্যুক্ত বানানটি সঠিক, যার অর্থ হলো উপরে উক্ত বা উপরে বলা হয়েছে এমন।
- 'উপর্যুক্ত' শব্দটি গঠিত হয়েছে উপরি + উক্ত সন্ধির মাধ্যমে।
- অন্য অপশনগুলোর অশুদ্ধ ও শুদ্ধ রূপ নিচে দেওয়া হলো:
- শ্রদ্ধাঞ্জলী: এর শুদ্ধ বানান হলো 'শ্রদ্ধাঞ্জলি' (অঞ্জলি বানানে সর্বদা ই-কার হয়)।
- দারিদ্রতা: শুদ্ধ শব্দটি হলো 'দরিদ্রতা' অথবা 'দারিদ্র্য' (বিশেষণ বা বিশেষ্য পদের অপপ্রয়োগ)।
- স্বায়ত্বশাসন: এর শুদ্ধ বানান হলো 'স্বায়ত্তশাসন' (স্বং + আয়ত্ত + শাসন)।