Solution
Correct Answer: Option D
- অ্যানিমেল ফার্ম (Animal Farm) উপন্যাসটি ১৯৪৫ সালে প্রকাশিত হয়।
- এই বিখ্যাত ব্যঙ্গাত্মক রূপক উপন্যাসটির রচয়িতা হলেন ব্রিটিশ লেখক জর্জ অরওয়েল (George Orwell)।
- এই উপন্যাসের মাধ্যমে তিনি তৎকালীন রাশিয়ার সমাজতন্ত্র এবং জোসেফ স্ট্যালিন-এর একনায়কতন্ত্রের তীব্র সমালোচনা করেছিলেন।
- উপন্যাসে খামারের পশুপাখিরা মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করে, যা শেষ পর্যন্ত দুর্নীতির মাধ্যমে নতুন এক স্বৈরাচারের জন্ম দেয়।
- জর্জ অরওয়েল-এর আরেকটি বিশ্বখ্যাত উপন্যাসের নাম হলো ১৯৮৪ (Nineteen Eighty-Four)।