How many major tectonic plates are there on earth surface?
Solution
Correct Answer: Option B
- ভূতাত্ত্বিকদের মতে পৃথিবীর ভূ-পৃষ্ঠ কয়েকটি টেকটোনিক প্লেটের সমন্বয়ে গঠিত।
- পৃথিবীপৃষ্ঠে সাধারণভাবে ৭টি প্রধান বা বড় আকারের টেকটোনিক প্লেট বিদ্যমান।
- এই ৭টি প্রধান টেকটোনিক প্লেট হলো: প্যাসিফিক প্লেট, উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, অ্যান্টার্কটিক প্লেট এবং ইন্দো-অস্ট্রেলিয়ান প্লেট।
- অনেক ক্ষেত্রে ইন্দ-অস্ট্রেলিয়ান প্লেটকে দুটি আলাদা অংশ (ইন্ডিয়ান এবং অস্ট্রেলিয়ান) হিসেবেও বিবেচনা করা হয়।
- প্রধান প্লেটগুলো ছাড়াও পৃথিবীতে আরো বেশ কিছু মাঝারি ও ছোট আকৃতির প্লেট (Minor plates) রয়েছে, যেমন— আরবিয়ান, নাজকা, কোকোস প্লেট ইত্যাদি।