Solution
Correct Answer: Option C
ব্যাকরণ এর প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি। যথা: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব বা পদক্রম ও অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়- সন্ধি, ণত্ব ও ষত্ব বিধান, ধ্বনি ইত্যাদি। শব্দতত্ত্বের আলোচ্য বিষয়- শব্দ, লিঙ্গ, বচন, সমাস, উপসর্গ, কারক ইত্যাদি। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় বিরাম বা যতি চিহ্ন, বাগধারা, বাক্যের গঠন প্রণালী ইত্যাদি।