চর্যাপদে কোন ধর্মের কথা বলা হয়েছে?
A খ্রিষ্টধর্ম
B প্যাগনিজম
C জৈন ধর্ম
D বৌদ্ধ ধর্ম
Solution
Correct Answer: Option D
বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদে ২৩ (মতান্তরে ২৪) জন কবির নাম পাওয়া যায়। চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদ (১৩টি) রচনা করেন কাহ্নপা এবং চর্যাপদের আদি কবি লুইপা। বৌদ্ধ ধর্মের তত্ত্ব কথা চর্যাপদে বিধৃত হয়েছে।