Solution
Correct Answer: Option D
একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট ২০৬টি হাড় থাকে, যা কঙ্কালতন্ত্র গঠন করে। এই হাড়গুলো দেহকে আকার ও দৃঢ়তা প্রদান করে এবং গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে সুরক্ষা দেয়।
হাড়গুলোর সংখ্যা নিম্নরূপঃ
- করোটি (Skull) = ২২ টি
- মেরুদণ্ড (Vertebral column) = ৩৩ টি
- বক্ষপিঞ্জর (Rib cage) = ২৫ টি
- উর্ধ্বাঙ্গের হাড় (Upper limbs) = ৬৪ টি
- নিম্নাঙ্গের হাড় (Lower limbs) = ৬২ টি
মোট = ২২ + ৩৩ + ২৫ + ৬৪ + ৬২ = ২০৬ টি হাড় ।