নীচের কোনটি নিত্য সমাস:

A রাজপুত্র

B গৃহান্তর

C সস্ত্রীক

D গায়েহলুদ

Solution

Correct Answer: Option B

যে সমাসে সমস্যমান পদ্গুলো নিত্য সমাসবদ্ধ থাকে ব্যাসবাক্যের প্রয়োজন হয়না তাকে নিত্যসমাস বলে।
তদর্থ বাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশাদ করতে হয় ।
যেমনঃ
- অন্য গৃহ =গৃহান্তর ; দু
- ই এবং নব্বই =বিরানব্বই।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions