Solution
Correct Answer: Option B
প্রাবন্ধিক শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
তাঁর রচিত উপন্যাস :
- জননী (১৯৫৮) (প্রথম উপন্যাস),
- ক্রীতদাসের হাসি (১৯৬২্
- সমাগম (১৯৬৭),
- চৌরসন্ধি (১৯৬৮),
- আর্তনাদ (১৯৮৫),
- রাজপুরুষ (১৯৯২),
- জলাঙ্গী (১৯৭৬),
- রাজা উপাখ্যান (১৯৭১),
- জাহান্নম হইতে বিদায় (১৯৭১),
- দুই সৈনিক (১৯৭৩),
- নেকড়ে অরণ্য (১৯৭৩),
- পতঙ্গ পিঞ্জর (১৯৮৩).