A barking dog seldom bites. In the sentence, 'barking' is_______.
A a gerund
B an adverb
C a verb
D an adjective
Solution
Correct Answer: Option D
• Gerund: Gerund হল এমন একটি Noun যা Verb এর শেষে -ing যুক্ত করে তৈরী করা হয় । একে Verbal Noun ও বলে।
• Participle: যে Verb গঠন করতে কোন Be Verb বা Auxiliary Verb এর সাহায্য ছাড়াই Verb এর রূপ পরিবর্তন করা যায় সেটাই Participle। একটি বাক্যে Participle সাধারণত Verb এবং Adjective এর ন্যায় কাজ করে।
• participle এবং gerund উভয়তেই মূল verb এর সাথে ing যুক্ত হয় ।
• উভয়ই Verb এর কাজ করে, কিন্তু Participle শুধু Adjective এর কাজ করে এবং Gerund শুধু Noun এর কাজ করে .
• বাক্যের barking শব্দটি dog এর সাথে adjective রূপে ব্যবহৃত হয়েছে ।
• অপশনে participle না থাকলে উত্তর হবে adjective ।