Solution
Correct Answer: Option D
- জি-নাইন (G-9) হলো কলা ফসলের একটি জাতের নাম।
- এই জাতটি উচ্চফলনশীল এবং রপ্তানিযোগ্য কলার জন্য পরিচিত।
বিভিন্ন ফসলের উন্নত জাত:
আম: মোহনভোগ, মহানন্দা, গোপালভোগ, ল্যাংড়া, ফজলি, আম্রপলি, ক্ষীরসাপাতি ইত্যাদি।
পেয়ারা: মুকুন্দপুরী, স্বরূপকাঠি, কাঞ্চননগর, কাজী, বারি পেয়ারা-২, বারি পেয়ারা-৩ ইত্যাদি।
পেঁপে: কাহী, রাঁচি, ওয়াশিংটন, হানিডিউ ও পুষা ইত্যাদি।