বিকাল ৩ : ৪০ টায় একটি ঘড়ির ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি?
Solution
Correct Answer: Option C
মধ্যবর্তী কোণ,
= । (11 M - 60 H)/2 ।° [এখানে, M = 40 মিনিট, H = 4 ঘণ্টা ]
= । (11 × 40 - 60 × 3)/2।°
= । 440 - 180/2।°
= ।260/2।°
= 130°