‘অপারেশন সার্চ সোর্ড’ কোন দুটি দেশের যুদ্ধের সাথে সম্পর্কিত?
A রাশিয়া - ইউক্রেন যুদ্ধ
B ইরান - ইরাক যুদ্ধ
C চীন - জাপান যুদ্ধ
D ইসরাইল - ফিলিস্তিন যুদ্ধ
Solution
Correct Answer: Option B
ইরান-ইরাক যুদ্ধের সময় (১৯৮০-৮৮) ৩০ সেপ্টেম্বর, ১৯৮০ সালে ইরানের বিমান বাহিনী চারটি ইরানি ম্যাকডোনেল ডগলাস-4 ফ্যান্টম দিয়ে ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লি ও নিউক্লিয়ার রিসার্চ সেন্টারে যে হামলা করে তা অপারেশন সার্চ সোর্ড নামে পরিচিত।