কোন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র কিউবা থেকে বিখ্যাত ‘গুয়ানতানামো বো’ কারাগার নিয়ে নেয়?

A Treaty of Caribbean

B Cape Town Treaty

C Platt Amendment

D Treaty of Bern

Solution

Correct Answer: Option C

- যুক্তরাষ্ট্র কিউবা থেকে বিখ্যাত ‘গুয়ানতানামো বে’ কারাগারটি Platt Amendment চুক্তির মাধ্যমে অর্জন করে।

- ১১ জানুয়ারি ২০০২ তারিখে কিউবার দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগরের গুয়ানতানামো উপসাগরে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করা হয়।
- ১৯০৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার ৪৫ বর্গকিলোমিটার ভূমি নৌঘাঁটি স্থাপনের উদ্দেশ্যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে অধিগ্রহণ করে।
- ১৯৯১ সাল থেকে এই নৌঘাঁটিতে বন্দী আটক রাখা শুরু হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions