এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি?
Solution
Correct Answer: Option D
- এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIIB (Asian Infrastructure Investment Bank)।
- এটি গঠনে চুক্তি স্বাক্ষর হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে।
- এর বর্তমান সদস্য দেশ ১০৯টি।
- একে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ধরা হয়।