অপুর পকেটে ৭টি লাল, ৩টি সবুজ এবং ৩টি কালো মার্বেল আছে। অপু পকেট থেকে কমপক্ষে কয়েটি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অস্তত একটি করে মার্বেল থাকবে?
A ৭
B ৯
C ১১
D কোনোটিই নয়
Solution
Correct Answer: Option C
অপু যদি প্রথম ৭ বারের চেষ্টায় ৭টিই লাল এবং পরের তিন বারের চেষ্টায় ৩টি সবুজ মার্বেল বের করে তবে ১১তম বারে ৩টি কালো মার্বেল থেকে একটি মার্বেল বের করবে। অর্থাৎ কমপক্ষে ১১টি মার্বেল বের করলে প্রত্যেক রঙের অন্তত একটি করে মার্বেল থাকবে।