বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকার নাম-
A সংবাদ প্রভাকর
B সমাচার দর্পণ
C দিক-দর্শন
D কল্লোল
Solution
Correct Answer: Option A
● ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় বাংলা ভাষায় প্রথম দৈনিক সংবাদপত্র ‘সংবাদ প্রভাকর' পত্রিকা সালে প্রথমে সাপ্তাহিক হিসেবে এবং ১৮৩৯ দৈনিকরূপে প্রকাশিত হয়।
● দীনেশরঞ্জন দাশ সম্পাদিত মাসিক পত্রিকা 'কল্লোল' (১৯২৩);
● জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত পত্রিকা 'দিগদর্শন' (১৮১৮) ও 'সমাচার দর্পণ” (১৮১৮)।